নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল অভিযানে অংশ নিতে জঙ্গল সলিমপুর এলাকায় যায়। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঘটনার সময় র্যাবের আরও দুই সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি এলাকায় এসে সন্দেহভাজন আসামি ধরার চেষ্টা করলে স্থানীয় কিছু লোক তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত