1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ যশোরে কুপিয়ে মুদি দোকানদার হত্যা, পরে অভিযুক্তকে গণপিটুনিতে হত্যা—দুজনের মৃত্যু সীতাকুণ্ডের সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য আহত বাঘারপাড়ায় ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার যশোরের বলাডাঙ্গায় চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু; ৭ জনের নামে মামলা যশোরে এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত শামসুল আলমকে ‘আমার আগে আমরা’র সংবর্ধনা চুরির অভিযোগে আটক ব্যক্তির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট যশোরে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক অভয়নগরে অবৈধ কয়লা চুল্লির বিরুদ্ধে অভিযান, ৭৪টি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রার্থিতা পুনর্বহালের দাবিতে ইসিতে টিএস আইয়ুবের আপিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব। বুধবার তিনি এ সংক্রান্ত আপিল আবেদন দাখিল করেন। একই সঙ্গে প্রার্থিতা বৈধ প্রমাণে শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এর আগে গত ২ জানুয়ারি যশোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ঋণ সংক্রান্ত জটিলতার অভিযোগে টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেন। ঢাকা ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক চিঠির ভিত্তিতে তাকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

আপিল প্রসঙ্গে টিএস আইয়ুব বলেন, যে ব্যাংক ঋণসংক্রান্ত সমস্যার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল, সেটি তিনি ইতোমধ্যে সমাধান করেছেন। তিনি জানান, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যাংক ঋণের অজুহাতে তা বাতিল করা হয়, তবে এখন সেই জটিলতা আর নেই। তিনি আশা প্রকাশ করেন, শুনানিতে তার পক্ষে সিদ্ধান্ত আসবে এবং প্রার্থিতা ফিরে পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টিএস আইয়ুবের আপিল আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, যশোর-৪ আসনে টিএস আইয়ুবের পাশাপাশি তার ছেলে ফারহান সাজিদের মনোনয়নও ভোটার তথ্যের অসংগতির কারণে বাতিল হয়। একই আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর মনোনয়ন দলীয় ফরম যথাযথভাবে জমা না দেওয়ায় বাতিল করা হয়। বর্তমানে এই আসনে বিএনপির বিকল্প বৈধ প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারাজী মনোনীত রয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট