
নিজেস্ব প্রতিবেদক:
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পারে, একই কৌশলে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে চক্রটি আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধারাবাহিকভাবে অর্থ নেওয়া হয়। আসামি বানানো, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বড় অঙ্কের টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, লাইভ সম্প্রচার ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আগে থেকেই আলোচনায় ছিলেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।