1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সারাদেশে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি ফরিদপুরে ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড যশোরে ভৈরবপাড় দখলমুক্তে প্রশাসনের যৌথ অভিযান

অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন

জিহাদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার এক বৃদ্ধ অভিযোগ করেছেন— তার একমাত্র ছেলে অসুস্থতার সুযোগ নিয়ে ভয়-ভীতি দেখিয়ে নিজের নামে জমির হেবা (উপহার) দলিল করিয়ে নিয়েছে। এ ঘটনায় তিনি জমির নামজারি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি), যশোর সদর বরাবর।

জানা গেছে, হামিদপুর গ্রামের বাসিন্দা মো. আজাহার আলী বিশ্বাস ২১ অক্টোবর ২০২৫ তারিখে এক লিখিত আবেদনের মাধ্যমে অভিযোগ দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা আ. হাকিম বিশ্বাসের মৃত্যুর পর তিনি ওয়ারিশ হিসেবে যশোর কোতয়ালী উপজেলার ৮৬ নং হামিদপুর মৌজার পৈত্রিক সম্পত্তি নিজের নামে রেকর্ড করান। ওই সম্পত্তির আর.এস খতিয়ান নং ৭৩ ও ৭৪-এ যথাক্রমে ২০ শতক ও ৬৮.২৫ শতক জমি রয়েছে।

অভিযোগে আজাহার আলী বিশ্বাস বলেন, “আমি দীর্ঘদিন ধরে উক্ত জমির ভোগদখলে আছি। কিন্তু আমার একমাত্র পুত্র আবু আল নোমান আমার অসুস্থতার সুযোগ নিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে ৪২.৭৫ শতক জমির হেবা (উপহার) দলিল (নং ১১৫৮৩) নিজের নামে করে নেয়।”

তিনি দাবি করেন, তাকে জোর করে দলিলে স্বাক্ষর করানো হয়েছে। বর্তমানে তার পরিবারে স্ত্রী জরিনা বেগম, একমাত্র ছেলে আবু আল নোমান ও দুই মেয়ে আসমা খাতুন এবং রুমা খাতুন রয়েছেন। আজাহার আলী বিশ্বাস জানান, “আমি জীবিত থাকা অবস্থায় কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাই না। তাই উক্ত দলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছি।”

তিনি আরও জানান, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান মেলেনি। বরং ছেলে তাকে নানা হুমকি দিচ্ছে। “সে বলে— তার আর্মিতে বড় অফিসার বন্ধু আছে, কোর্টের বিচারকদের চেনে, আমায় দেখে নেবে,” বলেন আজাহার আলী বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু আল নোমান অতীতেও একাধিক হত্যা মামলার আসামি ছিলেন এবং তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এক সময় আত্মগোপনে থাকলেও বর্তমানে তিনি হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে চাকরি করছেন।

আজাহার আলী বিশ্বাস আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি দলিলটির নামজারি হয়ে যায়, তাহলে আমি চরম ক্ষতির মুখে পড়ব।”

এ বিষয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি), যশোর সদর বরাবর আবেদন করে অনুরোধ জানিয়েছেন— বিষয়টির আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন উক্ত জমির নামজারি প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে পিতার প্রতি পুত্রের নির্মম আচরণ বলে মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট