
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন (৩৫) নিখোঁজ রয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তার সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন। এতে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রাসেল হোসেন যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যায় নিজ গ্রামে ফেরার পর রাতে বন্ধুদের সঙ্গে লক্ষীপুর এলাকার একটি মাছের ঘেরে যান তিনি। সেখানে অবস্থানকালে ছোট ভাইকে ফোন করে তিনি জানান, তাদের ঘিরে রাজনৈতিক তৎপরতা চলছে এবং পরিবারের সদস্যদের বাইরে না যেতে বলেন। পরে অসুস্থ বোধ করলে নিজ মোটরসাইকেলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে তার ছোট ভাই মো. নুর আলম (রয়েল) ঝিকরগাছা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ১২২৩, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবদল নেতাকে উদ্ধারে তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।