1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা মনিরামপুরে বজ্রপাতে মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু ঢাকুরিয়া বাইতুর রহমান জামে মসজিদে চালু হলো মক্তব উদ্যোগে যুবসমাজ যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথে সরকার: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার দুপুরে অভয়নগরের ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক ই আজম।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, একাধিক মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় এবার ভবদহ অঞ্চলে ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হয়েছে, যদিও এখনো প্রায় ৪ হাজার হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বর্ষায় যেন পানি জমে না থাকে, সে লক্ষ্যে ভবদহ এলাকার নদীগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সেচপাম্পের বিদ্যুৎ খরচ কমাতে ইতোমধ্যে ৪৬ শতাংশ বিদ্যুৎ বিল কমিয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ। এছাড়া কৃষকদের জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সালে সমস্যাটি সমাধান করা সহজ ছিল, তবে সে সময় রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। বর্তমানে সরকার ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে এবং সকল পক্ষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের সহায়তায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, তিনজন উপদেষ্টা একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শন করেছেন যাতে জাতীয় পর্যায়ে ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। তাদের মূল লক্ষ্য, অন্ততপক্ষে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান কার্যক্রম শুরুর একটি মজবুত ভিত্তি তৈরি করা।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় তিন উপদেষ্টা হেলিকপ্টারে ঢাকা থেকে অভয়নগরের নওয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। সেখান থেকে ধানক্ষেত ঘুরে ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট