স্টাফ রিপোর্টারঃ
যশোরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ করেছে ‘বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা’। মঙ্গলবার দুপুর ১টায় শহরতলীর মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী এবং তাঁরা জামে মসজিদের সভাপতি শেখ হোসেন আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান টনি, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আসিফ আকবর সেতু, প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেল, নির্বাহী সদস্য ওবায়দুর রহমান, আমের আলী, শেখ নূর ইসলাম মনা, আব্দুস সবুর, শফিকুল ইসলাম, তুহিন হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও উৎসাহ দিতে এই উদ্যোগ গ্রহণ করে ‘বিবেক’।