নিজস্ব প্রতিবেদক :
যশোর ডালিয়া ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে দিনব্যাপী ঝিনাইদহ জেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় তিন শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হক, ডালিয়া ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষার্থী রাকিব উদ্দিন, অনুপ বিশ্বাস, ইমন কুমার, আফরিন সুলতানা, জ্যোতি আক্তার পিঙ্কাকা, আজহারুল হক, সাদিয়া আক্তার, ফারহানা আক্তার প্রমুখ।
ডালিয়া ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের সাথে তার প্রতিষ্ঠান দিনব্যাপী কাজ করেছন। গ্রামীণ এলাকার অনেক মানুষ নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। তাই আমাদের এই ছোট প্রচেষ্টা। যাতে তারা কিছুটা হলেও উপকৃত হন। অনেক রোগী ও তাদের পরিবার এই ক্যাম্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।