নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর শহরের চিত্রা মোড়ে ছিনতাইয়ের শিকার হয়ে ছুরিকাহত হয়েছেন এক ট্রাকচালক। আহত চালকের নাম ইউসুফ (৪৩), তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ মে) ভোর পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। জানা যায়, ইউসুফ পেশায় একজন ট্রাকচালক। চিত্রা মোড়ে প্রসাব করতে ট্রাক থেকে নামলে অজ্ঞাতপরিচয় দুই-তিনজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ইউসুফের পেটে ও হাঁটুর নিচে ছুরি মেরে সঙ্গে থাকা প্রায় ১৮-১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পথচারীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ব্যবহৃত ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গেছে।