শরীফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,মনিরামপুর:
মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের অন্তর্গত জয়পুর, ব্রাহ্মণডাঙ্গা, ভবানীপুর, ভোজগাতী, কন্দর্পপুর, হুরগাতী, বেগারীতলা, সমষকাটি ও ব্রহ্মপুর গ্রামের কৃষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল কৃষক সমাবেশ।
সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল— কৃষক বাঁচাও দেশ বাঁচাও “লাগামহীন ঘের-ভেড়ী ফসলি জমি রক্ষার, অনুমোদনহীন ঘের অপসারণের” দাবিতে ঐক্যবদ্ধ প্রতিবাদ।
২৬ মে সোমবার বিকাল ৩টায় ভবানীপুর পীরতলা প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত হয় এই সমাবেশ। সমাবেশে কয়েক শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, কোচ বিল এলাকায় অনুমোদনহীনভাবে যত্রতত্র ঘের খনন করায় তাদের তিন ফসলি জমি এখন এক ফসলে পরিণত হয়েছে। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ থাকায় দ্বিতীয় ও তৃতীয় ফসল উৎপাদনে বাধার সম্মুখীন হচ্ছেন তারা।
কৃষকদের বক্তব্য অনুযায়ী, ফসল ফলাতে গিয়ে অতিরিক্ত খরচ, সেচ পাম্প দিয়ে পানি অপসারণ এবং জমি প্রস্তুত করতে বিঘা প্রতি গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। এতে কৃষিকাজ দিন দিন ক্ষতিগ্রস্ত ও অলাভজনক হয়ে উঠছে এবং সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার চার নাম্বার ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক জামায়াতের আমির মাস্টার নুরুল ইসলাম
এবং সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মোঃজাকির হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেনঢা কুরিয়া ইউপি সদস্য শরীফুল ইসলাম সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গকৃ ষকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অবিলম্বে অনুমোদনহীন ঘের অপসারণ না হলে তারা আরও বড় আন্দোলনের ডাক দেবেন।