1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

যশোরের মনিরামপুরে ঢাকুরিয়া ইউনিয়নে সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ-এর চাউল বিতরণ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,ঢাকুরিয়াঃ

২৬ মে ২০২৫, সোমবার যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকালে ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই মহৎ উদ্যোগটি সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে বাস্তবায়িত হয়।

উক্ত চাউল বিতরণ কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব অলোক কুমার অধিকারী। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি পুরো কার্যক্রম তদারকি করেন অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে। উপকারভোগীদের যেন কোনো ভোগান্তি না হয়, সেটা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন। তাঁর সুশৃঙ্খল পরিকল্পনা এবং মানবিক মনোভাবের কারণে পুরো বিতরণ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য সোনিয়া বেগম, মহিলা ইউপি সদস্য সাথী বেগম সহ অন্যান্য দায়িত্বশীলরা। তারা প্রত্যেকেই আন্তরিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চাউল বিতরণে সহযোগিতা করেন।

ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সরকারি সহায়তা নিশ্চিত করে আসছে। বিশেষ করে ঈদ কিংবা দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পরিষদের এই ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সচিব অলোক কুমার অধিকারী বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো—প্রত্যেকটি সুবিধাভোগী পরিবার যেন স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সাথে তাদের প্রাপ্য সহায়তা পায়। সরকারি সহায়তা মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানো আমাদের কর্তব্য, আর আমরা সেটা পালন করছি আন্তরিকতার সাথে।”

স্থানীয়রা জানান, এই কার্যক্রমে ইউনিয়ন পরিষদের যে শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গি দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা বলেন, এ ধরনের সহায়তা ঈদের সময় গরিব মানুষের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট