শরিফুল ইসলাম,ঢাকুরিয়াঃ
২৬ মে ২০২৫, সোমবার যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকালে ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই মহৎ উদ্যোগটি সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে বাস্তবায়িত হয়।
উক্ত চাউল বিতরণ কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব অলোক কুমার অধিকারী। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি পুরো কার্যক্রম তদারকি করেন অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে। উপকারভোগীদের যেন কোনো ভোগান্তি না হয়, সেটা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন। তাঁর সুশৃঙ্খল পরিকল্পনা এবং মানবিক মনোভাবের কারণে পুরো বিতরণ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য সোনিয়া বেগম, মহিলা ইউপি সদস্য সাথী বেগম সহ অন্যান্য দায়িত্বশীলরা। তারা প্রত্যেকেই আন্তরিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চাউল বিতরণে সহযোগিতা করেন।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সরকারি সহায়তা নিশ্চিত করে আসছে। বিশেষ করে ঈদ কিংবা দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পরিষদের এই ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
সচিব অলোক কুমার অধিকারী বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো—প্রত্যেকটি সুবিধাভোগী পরিবার যেন স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সাথে তাদের প্রাপ্য সহায়তা পায়। সরকারি সহায়তা মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানো আমাদের কর্তব্য, আর আমরা সেটা পালন করছি আন্তরিকতার সাথে।”
স্থানীয়রা জানান, এই কার্যক্রমে ইউনিয়ন পরিষদের যে শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গি দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা বলেন, এ ধরনের সহায়তা ঈদের সময় গরিব মানুষের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে।