1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সারাদেশে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি ফরিদপুরে ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড যশোরে ভৈরবপাড় দখলমুক্তে প্রশাসনের যৌথ অভিযান

যশোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, সক্রিয় দুই সদস্য গ্রেফতার | যশোর জার্নাল

জিহাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

জিহাদ হোসেনঃ

যশোরে ডিবি পুলিশের ছদ্মবেশে প্রতারণা ও অর্থ আদায়ের ঘটনায় জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন যশোরের কোতোয়ালি থানায় পারিবারিক বিরোধের অভিযোগ করতে যান ফিরোজ হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগপত্রটি কম্পিউটারের দোকান থেকে টাইপ করে থানায় জমা দিতে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তা নিয়ে নেয়।

পরে ওই ব্যক্তি ফিরোজকে জানায়, তার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং থানায় অভিযোগ জমা দেওয়ার প্রয়োজন নেই। এরপর ওই ভুয়া ডিবি সদস্য আরও একজনকে নিয়ে ফিরোজের শ্বশুরবাড়ি চুড়ামনকাটিতে গিয়ে তদন্তের নামে প্রহসন শুরু করে।

তারা শ্বশুরবাড়ির লোকজনকে জানায়, ফিরোজ তাদের নামে অভিযোগ করেছে এবং গ্রেফতারে বিশ হাজার টাকা দিয়েছে। একইসঙ্গে তারা প্রস্তাব দেয়, ফিরোজের বিরুদ্ধে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নেবে। একপর্যায়ে তারা খরচের অজুহাতে এক হাজার টাকা নিয়ে চলে যায়।

ঘটনায় সন্দেহ হলে ফিরোজের শ্বশুর বিষয়টি জেলা পুলিশকে জানান। যশোরের পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। গোপন তথ্যের ভিত্তিতে ৯ জুন রাত দেড়টার দিকে কোতোয়ালি থানার পাঁচবাড়িয়া উপশহর এলাকা থেকে মোঃ রবিউল ইসলাম রনি (৩২) নামে একজনকে গ্রেফতার করে ডিবি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামে আরও একজনকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে। এছাড়া আরও একটি ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

গত ৫ জুলাই কোতোয়ালি থানার আড়পাড়া এলাকায় তারা রাস্তায় চেকপোস্ট বসিয়ে পুলিশ পরিচয়ে যানবাহনে তল্লাশি চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রনি ও তার সহযোগী রায়হানকে ধরে ফেলে। তবে পুলিশের উপস্থিতির আগেই রনি পালিয়ে যায়। রায়হানকে আটক করে পুলিশ, তার কাছ থেকে একটি চাকু, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ রবিউল ইসলাম রনি (৩২), পিতা- মোঃ সুজা উদ্দিন, ঠিকানা- পাঁচবাড়িয়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোর।

২. মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা- মোঃ আব্দুর রব, ঠিকানা- পাঁচবাড়িয়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট