নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত প্রায় ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিপুল হোসেন (২৭), তিনি ওই এলাকার আক্তার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন বিপুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই হামলা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।