1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার | যশোর জার্নাল অব্যবস্থাপনায় থমকে গেছে যশোরের ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট, ময়লাখানা | যশোর জার্নাল বিল তুলতে গিয়ে দুই শিক্ষার্থী আটক | যশোর জার্নাল যশোরে সাংবাদিক পুত্র ছুরিকাহত | যশোর জার্নাল সাইবার হামলার আশঙ্কায় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা | যশোর জার্নাল এনসিসি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ‘এনসিসি নিসর্গ’ যশোরে অনুষ্ঠিত | যশোর জার্নাল রাইটস যশোর’র উদ্যোগে সারভাইভার পুনঃএকত্রীকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল যশোরে অনলাইন জুয়ার ফাঁদে যুবক হারালো প্রাণ | যশোর জার্নাল মনিরামপুরে মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ‘যশোর জার্নাল’ এর প্রতিনিধি শরিফুল গুরুতর আহত | যশোর জার্নাল

মনিরামপুরে হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মনিরামপুর:

যশোরের মনিরামপুরে আবাসিক হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে পৌর এলাকার গরুহাট মোড়ে অবস্থিত ‘রজনী নিবাস’ হোটেলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে খেলনা পিস্তল, ধারালো ছুরি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হোটেল মালিক গাউসুল মোস্তাকের ছেলে ও কথিত মাদক ব্যবসায়ী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যায়।

আটক চার যুবক হলো—মনিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুর গ্রামের টুটুল, কদমবাড়িয়ার সাইফুল ইসলাম এবং খেদাপাড়ার আবু সিনহা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক খেলনা নাইন এমএম পিস্তল দিয়ে পুলিশের দিকে তাক করে ভয় দেখানোর চেষ্টা করে। পরে চারজনকেই আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় খেলনা পিস্তল, একটি ধারালো ছুরি এবং কয়েকটি বিদেশি মদের বোতল। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ‘রজনী নিবাস’ হোটেলের দ্বিতীয় তলায় অসামাজিক কার্যকলাপ এবং মাদকসেবীদের আড্ডা চলছিল। এসব কার্যক্রমে হোটেল মালিকের ছেলে ফয়সাল হুমায়ুনের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত মনিরামপুর গড়তে দল সব ধরনের সহযোগিতা করবে। সন্ত্রাসীদের কোনো স্থান বিএনপিতে নেই।”

এ বিষয়ে হোটেল মালিক গাউসুল মোস্তাক বলেন, “আমার ছেলে একসময় মাদকসেবী ছিল, তবে এখন সে ভালো আছে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি—দলমত নির্বিশেষে যেই অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।”

আটক চার যুবককে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। হোটেল পরিচালনাকারী ফয়সালের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট