 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ডেস্ক রিপোর্টঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডার নিয়ে দুই বিএনপি অঙ্গসংগঠনের নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, টেন্ডার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও ছাত্রদল নেতা রাসেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে রাসেলের মাথায় আঘাত লাগে ও রক্তপাত হয়।
জাহাঙ্গীর আলম দাবি করেন, টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। রাসেল এতে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে কর্মকর্তার কক্ষে এসে চাঁদা চাওয়ার অভিযোগ তোলে এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তিনি বলেন, “আমি ভিডিও করতে গেলে রাসেল আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় দুজনেই আঘাতপ্রাপ্ত হই।”
রাসেলের বাবা এমরান হোসেন জানিয়েছেন, ছেলের মাথায় আঘাত লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কীভাবে চোট লেগেছে তা এখনো নিশ্চিত নয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, ২ জুলাই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি বলেন, “বুধবার দুপুরে মূলত হাসপাতালের সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।”