 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ডেস্ক রিপোর্টঃ
আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ—এমন সতর্কতা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এসব পোস্টে সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়ার ভুল ধারণা প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
সংস্থাটি জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে আইন অনুযায়ী ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ ৫ বছরের জেল হতে পারে।
এনবিআর আরও বলেছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য দেওয়া বাধ্যতামূলক। দেশের উন্নয়নে অংশ নিতে সঠিক ও সৎভাবে রিটার্ন দাখিল করাকে নাগরিক দায়িত্ব হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।