 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে চুরি হওয়া গরুসহ একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনায় খেদাপাড়া ফাঁড়ির এএসআই রইচ উদ্দিন ও কনস্টেবল নাছির আহত হন।
পুলিশ জানায়, খেদাপাড়ার আজগার আলীর একটি গরু চোরচক্র পিকআপে করে নিয়ে যাচ্ছিল। টহলরত পুলিশ তাদের থামানোর সংকেত দিলে চোররা দুই পুলিশ সদস্যকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে থানা পুলিশের ধাওয়া খেয়ে তারা যশোর-চুকনগর সড়কের কেশবপুর এলাকায় পিকআপ ও গরুটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গরু ও পিকআপ থানায় রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যরা মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।