1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ইসি আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন যশোরে প্রেমের ফাঁদে প্রতারণা: ৩০ লাখ টাকার গহনা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার ফতেপুর ইউনিয়নে ভুয়া হোল্ডিং প্লেট সিন্ডিকেট: নওশাদ পলাতক, প্রশাসনের নীরবতা প্রশ্নে

যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। বুধবার রাতে এ ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।

অভিযোগে বলা হয়েছে, ভারতীয় চোরাই মোবাইল আটক করার পর তা ছেড়ে দেওয়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন—এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। স্থানীয় সূত্র জানায়, তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়ম ও চোরাকারবারিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল।

জানা গেছে, গত ১৫ আগস্ট নাভারণ পুরাতন বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করে। তবে স্থানীয় একটি মহলের মধ্যস্থতায় মোটা অঙ্কের টাকা ও দুটি ফোনের বিনিময়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে রোববার যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ আবারও ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তিতে বাসা থেকে আরও ৪৪টি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। আদালতে হাজির করা হলে তিনি চোরাই ফোন বিক্রির কথা স্বীকার করেন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার জানান, দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, স্থানীয়দের বক্তব্য এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত এসআই রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় অফিসিয়াল কাজে রয়েছেন। তবে ক্লোজড হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট