 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ডেস্ক রিপোর্টঃ
যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। বুধবার রাতে এ ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।
অভিযোগে বলা হয়েছে, ভারতীয় চোরাই মোবাইল আটক করার পর তা ছেড়ে দেওয়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন—এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। স্থানীয় সূত্র জানায়, তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়ম ও চোরাকারবারিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল।
জানা গেছে, গত ১৫ আগস্ট নাভারণ পুরাতন বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করে। তবে স্থানীয় একটি মহলের মধ্যস্থতায় মোটা অঙ্কের টাকা ও দুটি ফোনের বিনিময়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে রোববার যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ আবারও ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তিতে বাসা থেকে আরও ৪৪টি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। আদালতে হাজির করা হলে তিনি চোরাই ফোন বিক্রির কথা স্বীকার করেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার জানান, দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, স্থানীয়দের বক্তব্য এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত এসআই রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় অফিসিয়াল কাজে রয়েছেন। তবে ক্লোজড হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করেন।