1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ইসি আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন যশোরে প্রেমের ফাঁদে প্রতারণা: ৩০ লাখ টাকার গহনা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার ফতেপুর ইউনিয়নে ভুয়া হোল্ডিং প্লেট সিন্ডিকেট: নওশাদ পলাতক, প্রশাসনের নীরবতা প্রশ্নে

যশোরে নারী সমাবেশে নার্গিস বেগম: জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮০৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের মালিক হলো জনগণ। তারাই নির্ধারণ করবেন কার মাধ্যমে দেশ চলবে এবং কাকে ভোট দেবেন বা দেবেন না। সেই ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে, এজন্য অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ যাতে ভয়মুক্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে রয়েছে। বুধবার যশোর শহরের নাজিরশংকরপুর ঈদগাহ মাঠে ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্গিস বেগম বলেন, বিএনপি একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা চাই এই দেশকে সবার জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলতে। আর এর জন্য দরকার নির্বাচনমুখী পরিবর্তন এবং সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ বিনির্মাণ।

তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর নানা দমননীতি সহ্য করেও বিএনপির কোনো নেতা-কর্মী দেশ ছাড়তে বাধ্য হয়নি, অথচ ফ্যাসিবাদের আশ্রয় নেওয়া শেখ হাসিনাকেই একসময় দেশ ছেড়ে যেতে হয়েছিল। বিএনপি জনগণ ও দেশের মাটির সাথে গভীরভাবে প্রোথিত।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক মুর্তজা খাতুন। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা এবং নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট মৌলুদা পারভীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট