 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) শ্রীধরপুর ইউনিয়নের বর্ণি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় আটক করা হয় বর্ণি পূর্বপাড়ার বাসিন্দা মোঃ আকবর আলী মোল্ল্যা (৩০), পিতা মোঃ ওমর আলী মোল্ল্যা ও মাতা মোছাঃ রোকেয়া বেগমের ছেলে।
উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইনের প্রসিকিউশনে অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আসামি আকবর আলীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।