নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনির উদ্যোগে দলীয় নেতাকর্মী ও বন্ধুমহলের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের মুসলিম একাডেমি মাঠে এই আয়োজনের মধ্য দিয়ে নেতা-কর্মীরা একত্রিত হন।
মিলনমেলার পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান ঘুরে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে স্মরণ করে দলের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাম হাসান সনি, দলীয় নেতা নাহিদ ইসলাম রাব্বি, মাসুদুজ্জামান মাসুদ, ইয়ামিন হোসেন, ফিরোজ আহমেদ সজিব, শফিকুল ইসলাম শফি, জাকির হোসেন, জিকো, দিশা প্রমুখ।