1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ইসি আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন যশোরে প্রেমের ফাঁদে প্রতারণা: ৩০ লাখ টাকার গহনা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার ফতেপুর ইউনিয়নে ভুয়া হোল্ডিং প্লেট সিন্ডিকেট: নওশাদ পলাতক, প্রশাসনের নীরবতা প্রশ্নে

মনিরামপুরে ভ্যানচালক মিন্টু হত্যার প্রধান আসামি বড় সাব্বির গ্রেফতার

শরিফুল ইসলাম, মনিরামপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের মনিরামপুরে চাঁদার দাবিতে ভ্যানচালক মিন্টু হোসেন হত্যার প্রধান আসামি বড় সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরামপুর থানা পুলিশ তাকে আটক করে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশের হাতে ধরা পড়ে আলোচিত এই মামলার মূল অভিযুক্ত।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাকোবা গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় মিন্টু হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সেন্টুর অবস্থা আশঙ্কাজনক ছিল। বর্তমানে তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

হামলার পরদিন শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টু হোসেন। নিহত মিন্টু হোসেন উপজেলার হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় বড় সাব্বিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ছোট সাব্বির ও ফারুক নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আজ সোমবার প্রধান আসামি বড় সাব্বিরকেও গ্রেফতারের মাধ্যমে আলোচিত এই মামলায় বড় অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান। তিনি বলেন,
এটি একটি নৃশংস হত্যাকাণ্ড ছিল। ঘটনার পর থেকে আসামিকে ধরতে আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে। অবশেষে বড় সাব্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় মনিরামপুর থানা পুলিশ সবসময় জনগণের পাশে আছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে এবং নিহত মিন্টুর পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট