1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

যশোরের পুলেরহাটে ডিগ্রি ছাড়া ডেন্টিস্ট তরিকুল, স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর শহরের অদূরে তরিকুল ইসলাম নামে একব্যক্তি চিকিৎসক না হয়ে নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর পুলেরহাট বাজারস্থ নুরুল হক মার্কেটে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের অনুকরনে তৈরি করেছেন চেম্বার। দৈনিক ভোরের চেতনা পত্রিকার অনুসন্ধানে এ ভুয়া ডেন্টিস্টের তথ্য সর্বসম্মুখে আসে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ভুয়া ডেন্টিস্ট তরিকুল ইসলাম একটি নামসর্বস্ব প্যারামেডিকেল প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করে পুলেরহাট বাজারে গড়ে তুলেছে আলেয়া ডেন্টাল কেয়ার নামে চেম্বার। নিজের শিক্ষাগত যোগ্যতা ও মেডিকেল ডিগ্রি লুকিয়ে নিজেকে অভিজ্ঞ দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে রীতিমতো চিকিৎসক বনে গেছেন। স্থানীয় বাজারে অভিজ্ঞ দাঁতের ডাক্তার আছে জেনে সাধারন মানুষ তার কাছে চিকিৎসা নিতে শুরু করে। বিডিএস ডিগ্রিধারী না হয়েও নামের আগে ব্যবহার করছেন ডেন্টিস্ট পদবী, লিখছেন ব্যবস্থাপত্র। ব্যবস্থাপত্রে ডিগ্রি হিসেবে লিখেছেন বিডিএ। কিন্তু বিডিএ নামে স্বীকৃত কোন ডিগ্রি নাই। বাংলাদেশ ডেন্টাল এসোশিয়েশনের সংক্ষিপ্তরূপ বিডিএ। যেটি একজন দন্ত চিকিৎসক কখনোই ডিগ্রি হিসেবে উল্লেখ করতে পারেন না। শুধু তাই নয় এই ডিগ্রি ব্যবহার করে, সেখানে তিনি দাঁত তোলা, বাঁধানো, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ, ব্রিজসহ সকল ধরনের দাঁতের চিকিৎসা প্রদান করে চলেছেন। যেগুলো একজন ডেন্টাল সার্জনের কাজ।

নীতিমালায় স্পষ্ট রয়েছে, যারা বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক অনুমোদিত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট থেকে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি অর্জন করেছেন কেবলমাত্র তারাই নামের আগে ডাক্তার বা ডেন্টিস্ট লিখতে পারবেন। অন্য কোন ডিগ্রিধারী (যেমন, ডিপ্লোমাধারী বা ডিএমএস ডিগ্রিধারীরা) এই পদবী ব্যবহার করতে পারবেন না। যেসকল ব্যক্তিগণ ডেন্টাল টেকনোলজির উপর ডিপ্লোমা কোর্স করেছেন, তারা একজন ডেন্টিস্টের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন।

এবিষয়ে দন্ত চিকিৎসক তরিকুল ইসলামের নিকট মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি ডেন্টালের উপর কোর্স করে নিজস্ব চেম্বার করে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসক না হয়েও চিকিৎসা সেবা দেওয়া এবং ব্যবস্থাপত্র লেখার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমার ডিপ্লোমা কোর্স করা আছে, আমি চিকিৎসা দিতে পারবো।

স্থানীয়রা জানান, দাতের ডাক্তার তরিকুল ইসলাম এলাকায় নিজেকে অভিজ্ঞ দাতের ডাক্তার বলে প্রচার করেন। আমরা তাই জেনে তার কাছে চিকিৎসা নিই। সে যে ডাক্তার নন এবিষয়ে আমরা জানি না। আমরা চাই, এই ভুয়া ডাক্তারের শাস্তি হোক। স্থানীয়রা এ ব্যাপারে সিভিল সার্জন যশোরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট