নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্তমান ও প্রাক্তন এসএসসি শিক্ষার্থীদের মিলনমেলা।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। তারা একে অপরের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীদের হাতে তিনি ক্রেস্ট তুলে দেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন—
“আমাদের দ্বিতীয় অভিভাবক হচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের সম্মান করলে সন্তান প্রকৃত মানুষ হয়, আর অসম্মান করলে সেই সন্তান মানুষ হয় না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মুক্তাদিরুল হক। বিশেষ আলোচক ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন ও বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য অনুপ রায় চৌধুরী।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদ রানা, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বিশ্বজিৎ দেবনাথ, শুভ দেবনাথসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এ মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।