 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শাহ আব্দুল করিম রোডের রূপকথার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিস্ত্রির নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি যশোরের দেয়াড়া মঠবাড়িয়া গ্রামের আজগর হোসেনের ছেলে। ভবনটি নির্মাণ করছে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান।
সহকর্মী সজিব জানান, সাজ্জাদুল ১০ তলায় রডের কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং দুই পা ভেঙে যায়। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই প্রকল্পের ম্যানেজার মিঠুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সরে যান এবং এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেননি। নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’-এর ফোরম্যান মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।