 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজেস্ব প্রতিবেদক:
ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান বাজারে ভেজাল মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি দল যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে মাংস ব্যবসায়ী সোহাগ (২৮) অনুমোদনবিহীনভাবে গরু জবাই করে তাতে রঙ মিশিয়ে ভেজাল মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে ২,০০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান চলাকালে প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।