1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সারাদেশে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি ফরিদপুরে ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড যশোরে ভৈরবপাড় দখলমুক্তে প্রশাসনের যৌথ অভিযান

কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে ঘুষ নেওয়ার অভিযোগে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, কাজ করে দেওয়ার বিনিময়ে তিনি এক নাগরিকের কাছ থেকে পাকা কলা ও নগদ অর্থ গ্রহণ করেন।

রবিবার যশোরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ নির্দেশ দেন।

অভিযোগকারী রুস্তম আলীর দাবি, আলমগীর হোসেন তার কাছ থেকে কলার পাশাপাশি দশ হাজার টাকা নেন এবং পরে আরও ছয় লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় জেলা পরিষদের জমির ডিসিআর অন্যের নামে দিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

গণশুনানিতে আরও একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। যশোর সদরের ভায়না গ্রামের আরজিনা খাতুন জানান, তার মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাসে যশোর সিভিল সার্জন অফিসের কর্মচারী সালমা খাতুন তার কাছ থেকে তিন লাখ টাকা নেন এবং একটি ভুয়া নিয়োগপত্র দেন। পরে টাকা ফেরত চাইলে তিনি হুমকি দেন। এ বিষয়ে দুদক কমিশনার ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দেন এবং সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

গণশুনানিতে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য বিভাগ, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সওজ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৭৫টি অভিযোগ উত্থাপিত হয়।

অভিযোগকারীরা জানান, যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরি, নিম্নমানের খাবার, সড়ক নির্মাণে অনিয়ম এবং বিআরটিএ কার্যালয়ে ঘুষের মাধ্যমে কাজ করানো দীর্ঘদিনের সমস্যা।

দুদক জানায়, গণশুনানিতে প্রাপ্ত সব অভিযোগ লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে যেসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট