 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ঢাকায় স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শিশু মেলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।
ওসি জানান, স্থানীয়রা সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে তাকে ধরে পুলিশে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
অন্যদিকে, একই দিন যশোর কোতোয়ালি থানায় শাহারুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জানা গেছে, সম্প্রতি যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দু’জনকে আটক করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহারুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নিয়মিত বক্তব্য দিতেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঢাকার থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এর আগে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন বলে জানা গেছে।