
নিজেস্ব প্রতিবেদক: আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই প্রতিপদ্মকে সামনে রেখে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাইতুর রহমান জামে মসজিদে চালু হলো মক্তব।
এখানে কুরআন শিক্ষার পাশাপাশি শিশুদের আদব আখলাক ও শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া হবে এবং আরো শিক্ষা দেওয়া হবে পিতামাতার সাথে সৎ ব্যাবহার সমাজ সামাজিকতা মুসলমান মুসলমানের সাথে সালাম বিনিময় ইত্যাদি বিষয়।মক্তবটি সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ৭ টা পর্যন্ত স্থায়ী থাকবে।
এলাকা সূত্রে জানাযায় যে মসজিদটি অনেক পুরাতন এবং অনেক আগের মসজিদ যার বয়স প্রায় ১৪৫ বছর। কিন্তুু আজ পর্যন্ত এই মসজিদের মক্তবটি স্থায়ীভাবে চালু হয় নাই তাই যুব সমাজ উদ্যোগ নিয়েছে যে মসজিদের মক্তবটি তারা স্থায়ীভাবে চালু রাখবে। মসজিদের সভাপতি আ: আজিজ গোলদার এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন মসজিদে শিশুদের কুরআন শিক্ষার বিষয়ে উদ্যোগ নেয়ায় আমরা যুবসমাজকে স্বাগত জানাই।মসজিদের মুয়াজ্জিন সাহেব হাজী মোহাম্মদ আবু বক্কর দীর্ঘদিন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন কিন্তুু আজ শিশুদের কুরআন শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য মক্তবের শিক্ষক হলেন। মসজিদের ইমাম হাফেজ শরিফুল ইসলামের সাথে কথা বলে আরো যানতে পারলাম ঢাকুরিয়া গোলদার পাড়ার যুব সমাজ এক পবিত্র উদ্যোগ নিয়েছেন যেখানে শিশুদের পড়ার জন্য আরবি কায়দা, রেহাল ও কুরআন শিক্ষার প্রতি আগ্রহের জন্য শিশুদের কিছু খাবারের ব্যবস্থাও রেখেছেন যেটা সম্পূর্ণ ফ্রি এবং এটা সম্ভব হয়েছে একমাত্র যুবসমাজের উদ্যোগে। এলাকাবাসী যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা রাখছেন যে এ মক্তবটি যেন স্থায়ীভাবে চালু থাকে