
নিজেস্ব প্রতিবেদক:
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহানুর রহমান সোহান (২৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহান যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। তিনি জানান, রাত সাড়ে ৭টার দিকে আশ্রম রোডের একটি ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় রাতিন (২১) নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে পেটের নিচের অংশে ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।