1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল: “নির্বাচন বানচালে চক্রান্ত জনগণ মেনে নেবে না”

কাজী শাহেদুস সালাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

কাজী শাহেদুস সালাম,নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে, তবে এ ধরনের কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমরা অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের পথে ফিরেছি—এ সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। তার আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। বিএনপি কোনো ভেসে আসা দল নয়, এই দল দেশের মানুষের ভালোবাসা ও ত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “দয়া করে পরিস্থিতি ঘোলা করবেন না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের লাখো নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকেই প্রাণ হারিয়েছেন। জনগণের রায় ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।”

বিএনপির ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “এই দল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা গণতন্ত্রের সংগ্রামের দল। তাই বিএনপিকে ভয় দেখিয়ে দমানো যাবে না।”

অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “নির্বাচনের শিডিউল দ্রুত ঘোষণা করুন এবং অক্টোবরে ঘোষিত সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশকে সংকটমুক্ত করার উদ্যোগ নিন।”

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। বক্তব্য রাখেন যশোরের পাঁচ আসনের বিএনপি প্রার্থী—মফিকুল হাসান, সাবিরা সুলতানা, অনিন্দ্য ইসলাম, টি এস আইয়ুব ও কাজী রওনকুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এ সময় মির্জা ফখরুল যশোরের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট