
যশোর প্রতিনিধি:
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন–৯১৮-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সাইফুল–মেহেদী পরিষদ থেকে অংশগ্রহণকারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার (৮ নভেম্বর) যশোর শহরের গাড়িখানা অফিসে মনোনয়নপত্র জমা দেন পরিষদের প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী কার্যক্রম।
মনোনয়ন জমা দিতে এসে প্রার্থীরা তাঁদের সমর্থক ও সহকর্মীদের সঙ্গে উপস্থিত হন। সকাল থেকেই ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। কর্মী ও শ্রমিকদের স্লোগান, ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ নির্বাচনে সাইফুল–মেহেদী পরিষদ থেকে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।