
নিজেস্ব প্রতিবেদক:
যশোরে স্কুলে যাওয়ার সময় ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলার দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়দের মতে, শিষ যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সকালে সাইকেলের পেছনে বসে স্কুলে যাওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও যানটি পুলিশ জব্দ করেছে। কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। শিশুটির মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারও গভীর শোকে ভেঙে পড়েছে।