
নিজস্ব প্রতিবেদক:
যশোরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসমর্থন গড়ে তুলতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
সভাপতিত্ব করেন এডভোকেট মহাসিন আলী।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সবার উদ্দেশে সালাম জানিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় যশোরের ৮নং ওয়ার্ডের গুলশান মোড় আজিমাবাদ সেন্টারে।
স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকারের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়া এখন সময়ের দাবি।