1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানে যশোর মুক্ত দিবস উদযাপন

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে ঐতিহাসিক মুক্ত দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় দেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোরের এই অর্জন এখনও গর্বের স্মৃতি হয়ে আছে। দিনটির মধ্যাহ্নে পাকবাহিনী যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায়, আর টাউন হল মাঠে প্রথম উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের পতাকা।

শনিবার সকালে টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে থেকে বিজয় র‌্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার টাউন হলে ফিরে আসে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে যশোর আবারও নেতৃত্ব দিতে পারে।

তারা জানান, ১৯৭১ সালে প্রথম বিজয়ের বার্তা এসেছিল যশোর থেকেই, আর সেই ঐতিহাসিক অর্জন আজও এ জেলার মানুষকে অনুপ্রাণিত করে। বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। বিজয় র‌্যালিতে জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। দিনব্যাপী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোর মুক্ত দিবস পালন করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট