1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

যশোরে মধ্যরাতে যুবক খুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

স্থানীয় এক দোকানি জানান, গভীর রাতে ক্যাম্পের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তানভীর। আশপাশের কয়েকজন তাকে দ্রুত রিকশায় করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। হত্যার কারণ ও কারা জড়িত থাকতে পারে তা যাচাই করা হচ্ছে।

হাসপাতালে তল্লাশির সময় তানভীরের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা পাওয়া যায় বলে পুলিশ জানায়। স্থানীয়রা রাত ১২টা ৫৫ মিনিটের দিকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা এবং একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তারা প্রাথমিকভাবে বলেছে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের বলে দাবি করেছিলেন। ওই ঘটনার পর তানভীর পালিয়ে যান।

পুলিশের ধারণা, পালিয়ে যাওয়ার পর তানভীর বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান করছিলেন। সেখানেই কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর বিরোধ বা অন্তর্দ্বন্দ্বের জেরে তিনি হামলার শিকার হতে পারেন।

হত্যার সঠিক কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট