
ডেস্ক রিপোর্ট:
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ — বাংলাদেশ নির্বাচন কমিশন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট-এর তফসিল ঘোষণা করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘জাতির উদ্দেশে’ এক ভাষণে তা জানাবেন। এই ঘোষণা সংক্রান্ত ভাষণ ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।
নির্বাচন কমিশন ভবনে আজ সকাল থেকেই তফসিল ঘোষণা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কমিশনের সামনের রাস্তা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সংবাদিক পরিপত্র (circular) ও নির্দেশিকা-সমূহও একই সঙ্গে জারি হবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এসব পরিপত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, এবং ইতোমধ্যে লাগানো পোস্টার-ব্যানার অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত থাকবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভূখণ্ড চূড়ান্ত করতে ৪ সেপ্টেম্বর ২০২৫ গেজেট প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে বাগেরহাট ও গাজীপুর জেলার আসন সংখ্যা সংশোধনের বিষয়ও ছিল। বাগেরহাটের একটি আসন কমানোর সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জের পর পুনর্বহাল করা হয়েছে।
আগামী শিল্পী নির্বাচনের ভোট গ্রহণ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ ঘোষিত তফসিল অনুযায়ী কর্মকাণ্ড ও প্রস্তুতি নির্ধারণ করা হবে। এর পাশাপাশি জাতীয় গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা জুলাই জাতীয় সনদ সম্পর্কিত সংশোধনী ও সংস্কারগুলোর ওপর ভোট।
নির্বাচন ঘোষণা ঘোষণার পর প্রার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার সম্পর্কিত পোস্টার-ব্যানার ও কার্যক্রম সরিয়ে ফেলবেন বলে ইসি নির্দেশ দিয়েছে।
সহস্র কোটি ভোটার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে অপেক্ষা শুরু হয়েছে, এবং দেশের রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকরা আজ সন্ধ্যার ঘোষণার দিকে নজর রাখছেন।