
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেন।
তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের সামনে তল্লাশি বাড়ানো হয়েছে, পাশাপাশি টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগারগাঁও এলাকায় যান চলাচলেও সীমিত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এদিন সেনাবাহিনীর সদস্যদেরও এলাকায় টহল দিতে দেখা গেছে। নির্বাচন ভবনের নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র্যাবও নিয়মিত টহল দিচ্ছে।