
নাজমুল হোসেন রনি, ঢাকা:
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
ঘোষণাটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার সরে দাঁড়ায়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই সরকারের অধীনে প্রায় ১৬ মাস পর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল প্রকাশ করল।
তফসিল ঘোষণার আগের দিন, বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।