1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ইসি আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন

জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাজমুল হোসেন রনি (ঢাকা)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই–আগস্টের আলোচিত হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদের ছাড়া অন্য অভিযুক্তরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে সকালে ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এই সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ ডিসেম্বর এ মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই–আগস্টের আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতা ও হত্যাযজ্ঞ চালানো হয়। ওবায়দুল কাদেরের নির্দেশ ও উসকানিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে জড়িত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট