1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রাখার অভিযোগ যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি

পাকিস্তানে অনুপ্রবেশের সময় ৫৪ সন্ত্রাসী নিহত, সন্দেহের তীর ভারতের দিকে | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত ৫৪ সন্ত্রাসীকে হত্যা করেছে। এই অনুপ্রবেশের পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ করছে ইসলামাবাদ।

রোববার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় হাসান খেল এলাকা দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি নজরে এনে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং দক্ষতার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

আইএসপিআর জানায়, সেনাদের সুনির্দিষ্ট ও চৌকস অভিযানে ৫৪ জন ‘খারিজ সন্ত্রাসী’ নিহত হয়েছে। এখানে ‘খারিজ সন্ত্রাসী’ বলতে পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সদস্যদের বোঝানো হয়েছে।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। গোয়েন্দা তথ্যের বরাতে তারা আরও জানায়, এ দলটি বিদেশি কর্মকর্তাদের নির্দেশে পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’ তুলছে, তখন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা প্রমাণ করে কারা প্রকৃতপক্ষে এসবের পেছনে রয়েছে। এ ধরনের অপচেষ্টা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার শামিল বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।

জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির এক বৈঠকের উল্লেখ করে আইএসপিআর জানায়, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে মনোযোগ সরিয়ে নিতে ভারতের কৌশলগত উদ্দেশ্য রয়েছে, যাতে সন্ত্রাসীরা সুবিধা নিতে পারে।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানের ইতিহাসে একক সংঘর্ষে এটিই সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী নিহতের ঘটনা।

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এ সীমান্ত দিয়ে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ চলে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট