1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা মনিরামপুরে বজ্রপাতে মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু ঢাকুরিয়া বাইতুর রহমান জামে মসজিদে চালু হলো মক্তব উদ্যোগে যুবসমাজ যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিম্নচাপের প্রভাব, বজায় রয়েছে সতর্ক সংকেত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে এর শক্তি কিছুটা কমে এলেও নিম্নচাপটি দেশের অভ্যন্তরে সক্রিয় রয়েছে। এ অবস্থায় যশোরসহ উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরা ও আশপাশের এলাকা দিয়ে নিম্নচাপটি স্থলে প্রবেশ করে। পরে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার সকাল ৯টায় টাঙ্গাইলের আশপাশে অবস্থান করছিল। তবে এর প্রভাব দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে যশোর, খুলনা ও বরিশাল অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এর ফলে যশোরসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে।

ঢাকায় সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তবে এর প্রভাবে বৃষ্টিপাত ও দমকা হাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। বিশেষ করে যশোর ও আশপাশের জেলাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট