1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা মনিরামপুরে বজ্রপাতে মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু ঢাকুরিয়া বাইতুর রহমান জামে মসজিদে চালু হলো মক্তব উদ্যোগে যুবসমাজ যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম ঢাকায় জনতার হাতে আটক যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন কলা ঘুষ কেলেঙ্কারি: যশোর জেলা পরিষদের কর্মকর্তা বদলি যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার অসুস্থ বাবার জমি নিজের নামে দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ যশোরে “দৈনিক যশোর বার্তা,র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা, যশোরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় একজন গ্রেপ্তার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে নারী চিকিৎসকের দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মো. বেনজির হোসেন (৪১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় যশোর পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে ওই নারী চিকিৎসকের চেম্বারে পরিচয় তৈরি করেন। একপর্যায়ে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং সাবেক ক্যাডেট হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিয়ের আশ্বাসও দেন।

পরবর্তীতে চিকিৎসককে একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ওইসব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার চিকিৎসকের বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেনজির হোসেন নিজেকে বিদেশে প্রভাবশালী পরিচয় দিয়ে চিকিৎসককে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখান। এই বিশ্বাসে পড়ে তিনি ধাপে ধাপে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু যখন চিকিৎসক বিয়ের কথা বলেন এবং টাকা ফেরত চান, তখন বেনজির তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে চিকিৎসক অনুসন্ধানে জানতে পারেন, বেনজির সেনাবাহিনীর কেউ নন, তিনি একজন প্রতারক। বিষয়টি জানাজানি হলে তিনি চিকিৎসকের শিশু সন্তানকে গুম ও অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মঙ্গলবার ভোরে নড়াইলের মির্জাপুর এলাকা থেকে অভিযুক্ত বেনজিরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক থানায় পর্নোগ্রাফি ও প্রতারণার মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট