1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যশোরে ৫ কেজি স্বর্ণের চালানসহ তিন পাচারকারী আটক ভারতে পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফেরত যশোরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবক গণপিটুনির পর পুলিশের হাতে অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে সাজা যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেন ছিনতাইয়ের চেষ্টাকালে নারী আটক যশোরে তিনটি সংসদীয় আসনের সীমানা পুনর্গঠনের প্রতিবাদ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল যশোরে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে প্রেমে সাড়া না পেয়ে তরুণী ও তার পরিবারের ওপর এসিড নিক্ষেপ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় প্রেমে সাড়া না দেওয়ায় এক তরুণী, তার ছোট ভাই ও মায়ের ওপর জানালা দিয়ে এসিড ছুঁড়ে মেরেছে এক যুবক। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা, তার ছোট ভাই ইয়ানূর ও মা রাহেলা বেগম। গুরুতর অবস্থায় ইয়ানূরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিডে তার শরীরের একটি বড় অংশ পুড়ে গেছে। রিপা ও তার মা হালকাভাবে দগ্ধ হলেও তারা মানসিকভাবে ভীষণ আতঙ্কিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জসিম, তার বাড়ি মঠবাড়ি গ্রামে। তিনি গদখালীর ফজলুর রহমানের বাড়িতে কাজ করতেন। দীর্ঘদিন ধরে রিপাকে প্রেম ও পরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু সম্মতি না পাওয়ায়, ক্ষুব্ধ হয়ে তিনি জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রিপা জানান, জসিম দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে বিরক্ত করছিল এবং হুমকি দিচ্ছিল। এমনকি এবার তার ছোট ভাই ও মাকেও ছাড়েনি। তিনি এ ঘটনায় আইনগত সহায়তা কামনা করেছেন।

ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ, ডিবি এবং র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী জানান, পুলিশ ও গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে র‍্যাবের একটি বিশেষ টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট