নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনাটি ঘটে ৫ জুলাই ২০২৫, শনিবার, যশোর কোতোয়ালি মডেল থানার অন্তর্গত চুড়ামনকাঠি বাগডাঙ্গা ও গরীবশাহ্ মাজার এলাকায়। অভিযানে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ছিল ২৫০ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য প্রায় ২,৫০০ টাকা।
আটক তিন ব্যক্তি হলেন— ১. মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা- মোঃ সেলিম মন্ডল, গ্রাম- বাগডাঙ্গা সরদারপাড়া, যশোর।
২. মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা- মোঃ আজিজ মণ্ডল, গ্রাম- বাগডাঙ্গা খামারপাড়া, যশোর।
৩. মোঃ শাহিনুর ইসলাম (৫৩), পিতা- মৃত বজলুর রহমান মন্ডল, গ্রাম- বাহাদুরপুর জেস গার্ডেন, যশোর।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিম্নরূপ শাস্তি প্রদান করা হয়:
মোঃ শরিফুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৩০ টাকা জরিমানা।
মোঃ ইকবাল হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা।
মোঃ শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।