নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে প্রতারণা করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুর রহমান রাকিব। তিনি শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে রাকিব নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির মেডিকেল টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে হাসপাতাল এলাকায় প্রতারণা করে আসছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, রাকিব নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমনকি ১০-১৫ দিন আগে কসবা কাঠালতলা এলাকার এক নারী সানজিদার কাছ থেকেও সে অর্থ আদায় করে। সোমবারও একই কায়দায় প্রতারণার সময় তাকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ রাকিবকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় থানায় আইনি প্রস্তুতি চলমান রয়েছে।