 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে বাজার নিয়ন্ত্রণ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে কৃষি বিপণন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তারা ইলিশ ও পেঁয়াজের বাজার পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক করেন। রসিদ ছাড়া কেনাবেচা না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সব আড়তদারকে আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য বলা হয়।
এ ছাড়া বকচর এলাকার ‘মা জর্দা কেমিক্যাল ওয়ার্কস’-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।