
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। গত বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার শারমিন (২১) এবং বেড়গোবিন্দপুর গ্রামের রোজিনা আক্তার রূপা (২৮)।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের ফাঁদে পড়ে ভুক্তভোগী হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার আসামিরা শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে ফাঁদে ফেলে আটকিয়ে রাখত এবং টাকা আদায় করত।