নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা মালিবাগ থেকে নিখোঁজ হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার দিন জুগনিপাশা মাদ্রাসা মোড় এলাকার আবদুল হালিম বিশ্বাসের ছেলে মো. মনিরুল ইসলাম (বিশ্বাস)। দীর্ঘ সাত মাস ধরে নিখোঁজ থাকায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
পারিবারিক সূত্র জানায়, দারিদ্র্যের কারণে প্রায় নয় মাস আগে জীবিকার সন্ধানে ঢাকায় যান মনিরুল। সেখানে দারোয়ানের চাকরি করে পরিবারকে সহায়তা করার ইচ্ছা ছিল তার। শুরুতে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত সাত মাস ধরে কোনো খোঁজ মেলেনি।
শেষবার কথা বলার সময় মনিরুল জানিয়েছিলেন, তিনি মালিবাগ এলাকায় অবস্থান করছেন। সেখানে তার কর্মস্থল ছিল দুটি ১০ তলা ভবনের মাঝখানে। এরপর থেকে হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নিখোঁজ ছেলের খোঁজে অশ্রুসিক্ত দিন কাটাচ্ছেন বাবা-মা। পিতা আবদুল হালিম বিশ্বাস বলেন,
“আমার ছেলেটাকে যদি কেউ কোথাও দেখে থাকেন, দয়া করে আমাদের খবর দিন। ওর মা প্রতিদিন ছেলের নাম ধরে কাঁদতে কাঁদতে দিন কাটাচ্ছে। আমরা জানি না, ও বেঁচে আছে কি না।”
অসহায় মা আরও বলেন,
“আমার মনিরুলকে শুধু একবার চোখে দেখতে চাই। আল্লাহর দোহাই, কেউ যদি জানেন আমার ছেলেটা কোথায় আছে, দয়া করে আমাদের জানাবেন।”
পরিবারের পক্ষ থেকে যে কেউ মনিরুলের খোঁজ পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📌 যোগাযোগের ঠিকানা
গ্রাম: দিন জুগনিপাশা মাদ্রাসা মোড়,
থানা: ফুলতলা, জেলা: খুলনা।
পিতা: আবদুল হালিম বিশ্বাস
📞 ফোন: ০১৯২১-৭০১৮৮১