 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ডেস্ক রিপোর্ট:
খুলনায় এক দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ুরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তবে তিনি বর্তমানে খুলনার মোস্তর মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলো—ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।
পুলিশ জানায়, মাদক ও বিভিন্ন মামলার আসামি ইউসুফকে ধরতে ময়ুরী আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে দুর্গন্ধ বের হতে দেখে তল্লাশি চালানো হলে সুপ্তির মরদেহ উদ্ধার হয়।
পরে টানা অভিযানের মাধ্যমে প্রথমে ইউসুফ এবং পরে অপর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।